অনলাইন থেকে মাস্টার কার্ড পাবার সহজ উপায়।

 পাঠক ভাইরা কেমন আছেন ?আমি আজ অনলাইন থেকে খুব সহজে কিভাবে মাস্টারকার্ড পাওয়া যায় .এ সম্পর্কে আমি আজ আলোচনা করবো .আমরা অনেকেই অনলাইনে কাজ করি কিন্তু আমারদের অনেকেরই মাস্টারকার্ড নেই ।এখন আমারা বর্তমানে অনলাইন এ কাজ করে ফেক্সিলোড এর মাধ্যমে টাকা নিয়ে আসি ।বেশি টাকা ফেক্সিলোড করে নিয়ে আসাও ঝামেলা । বাংলাদেশের মাস্টারকার্ড বাবহার করার সমস্যা আরো বেশি ।প্রতিবছর ৫০০-১০০০ টাকা লাইন চার্জ বা ভাট দিতে হয় ।এখন যদি আপনি ১ বছর ইন্টারনেটে কাজ না করেন তারপরও আপনাকে মাস্টার কার্ড এর বিল দিতেই হবে ।তো আর ভেবে কি লাভ পেপাল ও বাংলাদেশে সাপোর্ট করে না ।মন খারাপ করবেন না আমি আজ আপনাদের এমন একটি মাস্টারকার্ড দিবো যার কোনো লাইন রেট বা বাৎসরিক ভাট দিতে হবে না ।এবং এই মাস্টারকার্ড সব জায়গায় সাপোর্ট করবে । এই মাস্টারকার্ড যে কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় নিতে হবে ।আমি আজ ওডেস্ক থেকে কিভাবে মাস্টারকার্ড নেওয়া যাবে তার উপায় বলে দিবো ।এবং কোনো কোম্পানিতে কর্মরত ছাড়া কিভাবে মাস্টারকার্ড পাওয়া যায় তার উপায় বলে দিবো । প্রথম ধাপ ওডেস্ক এ যাদের একাউন্ট করা আছে তারা ওডেস্ক এ লগইন করুন এবং যারা এখনো ওডেস্ক এ একাউন্ট করেন নাই তারা এখনি থেকে ওডেস্ক এ একাউন্ট করে নিন । দৃতীয় ধাপ এখন Wallet>Withdrawal Method>Payoneer Debit Card>Sign Up Now এ ক্লিক করুন । তৃতীয় ধাপ এখন গেট ইউর প্রিপেইড মাস্টার কার্ড নাও এ ক্লিক করুন এবং তিনটা স্টেপ সটিক ভাবে পূরণ করুন ও ফিনিস করুন । বিশেষ দ্রষ্টব্য : তিনটা স্টেপ খুবই ভালোভাবে ও সঠিক ভাবে পূরণ করুন কেননা ভুল হলে তা আর কখনো সংশোধন করা যাবে না । চর্তুথ ধাপ এখন আপনার ইমেইল চেক করুন দেখবেন কার্ড পাবার বিস্তারিত লেখা আছে । এখন আপনার ইমেইলে আসা মেইল অনুসরণ করুন ও ২০ দিনের মধ্যে আপনার পোস্ট অফিস থেকে আপনার মাস্টারকার্ড নিয়ে নিন । প্রথম ইমেইল দৃতীয় ইমেইল পঞ্চম ধাপ কার্ড পাওয়ার পর আপনার কার্ড টি এক্টিভেট করার জন্য পেওনার এ গিয়ে এক্টিভেট ইউর কার্ড এ ক্লিক করে লগিন করুন ও আপনার কার্ড এর নাম্বার দিতে দিন । কোনো সমস্যা হলে কমান্ড করবেন ।এবং কমান্ড করতে ভুলবেন না । এই পোস্ট টি প্রথমে http://cj-bd.blogspot.com/2012/06/blog-post_9092.html এ বিস্তারিত ভাবে পূর্ব প্রকাশিত হয়েছিল . সবাই ভালো থাকবেন । ওডেস্কে যারা কাজ করতে আগ্রহী পোষ্টি তাদের জন্য . অনলাইন আউটসোর্সিং এর সবচেয়ে জনপ্রিয় সাইট ওডেস্কে বেশ কিছু টিম মেম্বার নেয়া হবে । আপনি যদি সত্যিই অনলাইন আউটসোর্সিং এর সাথে নিজেকে জড়াতে চান সেক্ষেত্রে আমি আপনাকে সাহায্য করতে পারি । ওডেস্কে আমার টিমটি নতুন । আমার The MuchComplex গ্রুপ । সবাই নিজেদের পছন্দের যে কোন কাজ করতে পারবে । বর্তমানে টিমের সদস্য সংখ্যা 9 জন । আমাদের লক্ষ্য অনলাইন আউটসোর্সিং এ বাংলাদেশেকে বিশ্বের কাছে সম্ভাবনাময় দেশ হিসেবে সুপিরিচিত করা। আমাদের টিমের লিংক: https://www.odesk.com/companies/The-MuchComplex_~01af3d723a66da8d86 যদি কেউ আমাদের সাথে যোগ দিতে চায় তবে অবশ্যই Skype অথবা Gtalk এ যোগাযোগ করতে হবে । আমাদের শর্ত সমূহ: প্রথম শর্ত আপনাকে অবশ্যই টিমের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে । বিড করার ক্ষেত্রে টিম অবশ্যই আপনাকে সাহায্য করবে, তবে বেশীর ভাগ সময়ই আপনাকে নিজ থেকে জব সিলেক্ট করে বিড করতে হবে । বিড করার জন্য সকল সাপোর্ট টিম আপনাকে দেবে । ২ দিন বিড করে কাজ না পেলে অনেকেই হাল ছেড়ে দেয় । যদি কেউ পরপর Max ৫ দিন অনিয়মিত থাকে তাকে টিম থেকে বের করে দেয়া হবে । এবং আপনার কাজ নিয়ে সকল সমস্যা আপনি টিমের সাথে শেয়ার করতে পারেন । Skype: md.mazidul.islam.rinqu Gtalk: mazidulxp@gmail.com পেমেন্ট: আমরা টাকা তোলার জন্য Payoneer কার্ড ব্যবহার করি । ওডেস্কে সাধারনত Payoneer কার্ডে বালেন্স ট্রান্সফার করতে ২ ডলার চার্জ করে এবং ২-৪ দিনের মধ্যে তা কার্ডে চলে আসে আর ইমিডিয়েট লোড নিতে চাইলে অতিরিক্ত ২.৫ ডলার চার্জ হবে এবং সেক্ষেত্রে সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে কার্ডে লোড হবে । Payoneer কার্ডের মাসিক চার্জ ৩ ডলার এবং প্রতিবার টাকা উত্তোলনের সময় ২.২৫ ডলার চার্জ করা হবে । আমাদের সাথে কাজ করতে হলে আপনাকে 25% কমিশন দিতে হবে । বাকি 75% আপনি চলমান ডলারের মান আনুসারে প্রতি ডলারে হিসাবে ক্যাশ পাবেন । আপনার অন্য কোন চার্জ লাগবে । অন্য সব চার্জ টিম বহন করবে । আপনার পেমেন্ট সাধারনত টিম ম্যানেজারের একাউন্ট এসে জমা হবে এবং সর্বনিম্ন ১০ ডলার হলে আপনি ক্যাশ নিতে পারবেন । পেমেন্ট পাবেন : বিকাশ ও ডাচ বাংলা ব্যাংক অথবা ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং–এ কেউ টিমে যোগ দিতে চাইলে উপরে দেয়া Skype অথবা Gtalk এ যোগাযোগ করুন ।

মন্তব্য দিন