ইংরেজি ভাষা (Spoken English) শেখার জন্য সবচেয়ে সহজ ও ১০০% কার্যকরী বাংলা ই-বুক (পিডিএফ বই ) … বিশ্বাস না হলে মাত্র 4 এমবি খরচ করে 115 পৃষ্ঠার বইটি ডাউনলোড করে দেখুন !

December 14, 2012

ইংরেজি ভাষা শেখার জন্য অসংখ্য বই বাজারে আছে । কিন্তু সর্ব স্তরের শিক্ষার্থীদের ইংরেজি ভাষা শিখার সব ধরনের প্রয়োজন মেটাতে পারে এমন বই নেই বললেও চলে । শুধু তাই নয় , বাংলা ভাষায় এমন কোন ইংলিশ স্পোকেন বই নেই যা পড়ে শিক্ষার্থীরা নিজেরাই ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে । ফলে শিক্ষার্থীদের প্রতিক্ষেত্রেই কোচিং এর সাহায্যের অপেক্ষায় বসে থাকতে হয় , নিজে নিজে ইংরেজি ভাষা শেখা তাঁদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আবার যারা ভালো শিক্ষক ও কোচিং এর সহায়তা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন তারা ইংরেজি ভাষাকে পরিহার করা শুরু করে , একসময় তাঁদের মধ্যে ইংলিশ ভীতি সৃষ্টি হয় যা তাঁদের চির জীবনের দুঃখে পরিণত হয় ।

এসব দিক বিবেচনা করেই এই Spoken English ই-বুকটি প্রকাশ করা হল । এতে পর্যাপ্ত সংখ্যক ইংরেজি বাক্যের   বাংলা অর্থ সহ দেওয়া আছে এবং প্রতিটি বাক্যে বাস্তব জীবনের আলাপচারিতা ফুটে উঠেছে যা আপনার ইংরেজি কথা বলার জন্য কাজে লাগবে । এছাড়া এতে সহজবোধ্য ও যুগোপযোগী ইংরেজি বাক্য বাংলা অর্থ সহ দেওয়া হয়েছে যাতে করে সর্বস্তরের পাঠকদের ইংরেজি ভাষা সংক্রান্ত যাবতীয় প্রয়োজন মেটাতে সক্ষম হয় । Read the rest of this entry »


কম্পিউটার বার বার রিস্টার্ট নেয়ার কিছু কারণ।

December 12, 2012

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে ভালো আছেন। অনেক সময় দেখা যায় যে একটা গুরুত্বপূর্ণ কাজ করার সময় হঠাত আপনার কম্পিউটার রিস্টার্ট নিচ্ছে। এর বিভিন্ন কারণ থাকতে পারে তার মধ্যে কতগুলো নিচে তুলে ধরা হল।

Read the rest of this entry »


র‍্যামকে অপ্টিমাইজ করে কম্পিউটার এর গতিকে বাড়িয়ে নিন।

December 5, 2012

আজ আপনাদের জন্য নিয়ে এলাম র‍্যাম কে অপ্টিমাইজ করে কম্পিউটারের গতিকে ধরে রাখাবার জন্য বিশেষ এক সফটওয়্যার, RAM Saver Professional v12.3 Final যা দিয়ে আপনি আপনার কম্পিউটারের গতিকে বাড়িয়ে নিতে পারেন নিমিষেই। এই জন্য আপনাকে যা করতে হবে প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন RAM Saver Professional v12.3 Final কে মাত্র ১.৫৬ মেগাবাইট, তারপর ইন্সটল করুন। ইন্সটল শেষে ডেস্কটপ আইকনে RAM Saver Professional এ ক্লিক করে ওপেন করুন ও সিরিয়াল কি ফাইল থেকে সিরিয়াল নাম্বার কপি করে বসিয়ে দিন রেজিস্ট্রেশনের জন্য ডেস্কটপ আইকনে RAM Saver Professional এ ক্লিক করে ও Registration Entries এই সিস্টেম ফাইলে ডাবল ক্লিক করুন, ব্যাস সফটওয়্যার ইন্সটল পর্ব শেষ এবং RAM Saver Professional v12.3 Final ফুল ভার্সন হয়ে যাবে। এবার দেখুন RAM Saver Professional v12.3 Final দিয়ে কিভাবে কাজ করবেন, প্রথমে ডেস্কটপ আইকন RAM Saver Control Panel তে ডাবল ক্লিক করুন নিচের চিত্রের মত আসবে————- 

 

এখানে Optimize এ ক্লিক করুন তারপর Done এ ক্লিক করুন, দেখুন কম্পিউটারের গতি কিছু হলেও বেড়ে গেছে। এবার ক্রমান্বয়ে দেখে নিন এর ফিচার গুলি———–

১. Monitoring

২. Optimizer

৩. Benchmark

৪. Proceeses

৫. Shortcurts

৬. Options

৭. Advanced

৮. System Info

৯. About

এছাড়াও টাস্কবার আইকন এ রাইট বাটন এ ক্লিক দিলে নিচের চিত্রের মত পাবেন——

 

এখানে থেকেও আপনি বিভিন্ন অপশন পাবেন যেমন———  সাট ডাউন, ডেস্কটপ আইকন লুকানো, রিসাইকেল বিন পরিস্কার সহ অনেক অপশন। তাই এই সফট টি আপনাদের প্রয়োজন মেটাবে অনেক কিছুর, সেই কারনে শেয়ার করলাম। তাহলে উপভোগ করুন RAM Saver Professional v12.3 Final এবং ভাল ও সুস্থ্য থাকুন।


নোকিয়া জাভা মোবাইল এ ফাইল Hide করুন কোন Software ছাড়া ।।

December 5, 2012

আচ্ছালামু আলাইকুম । ভুলত্রুটি হলে ক্ষমা করবেন ।  জানি না আগে পিসি হেল্পলাইন বিডি তে এই পোস্ট টি দেয়া হয়ছে কি না । যদি না দেয়া হয়ে থাকে তাহলে পোস্ট টি দেখুন ।আজ আপনাদের শিখাব কি ভাবে কোন সফটওয়্যার ছাড়া আপনার নোকিয়া জাভা মোবাইল এর ফাইল hide করবেন। সকল java মোবাইলে এই পদ্ধতি ব্যাবহার করতে পারবেন। নিচের পদ্ধতি অনুসরন করুন।

 

পদ্ধতিঃ

  •       একটি ফোল্ডার তৈরি করুন অথবা আগে থেকে থাকা ফোল্ডারও ব্যাবহার করতে পারেন।
  •       এবার ফোল্ডারটি Rename করুন যেকোনো নামে।কিন্তু extention টা  .jad দিবেন।
  •       Example: Image Folder hide করতে  IMG.jad ।
  •       এবার একই নামে আর একটি ফোল্ডার তৈরি করুন .jar extention দিয়ে ।
  •        Example: IMG.jar
  •        .jad অরজিনাল ফোল্ডার এবং .jar হচ্ছে visible folder যেটি  ফাঁকা।

আপনার IMG.jad ফোল্ডারটি hide হয়ে যাবে এবং IMG.jar ফোল্ডার টি থাকবে ।  unhide করতে IMG.jar ফোল্ডারটি  Remove করে দিন। দেখবেন  IMG.jad ফোল্ডার টি unhide হয়ে গেছে ।

 

প্লিজ ভাল লাগলে দয়া করে comment করবেন।

 

কোনো সমস্যা হলে ফেসবুক এ আমার ১টি পেজ আছে সেটিতে মেসেজ দিতে পারেন এবং লাইক দিতে পারেন ।

পেজ লিঙ্কঃ      এখানে ক্লিক করে পেজ এ প্রবেশ করুন