Folder LOCK করুন কোন ধরনের Software ছাড়া…!!!

Folder LOCK করুন কোন ধরনের Software ছাড়া…!!! টিউন করেছেন : Shuvra | প্রকাশিত হয়েছে : 10 January, 2013 on 11:15 pm | 911 বার দেখা হয়েছে | Favorite 5 Ads by Techtunes – tAds Technobd Web Solutions সবাইকে শুভেচ্ছা জানাই। এইটা আমার প্রথম tune। তাই চেষ্টা করেছি ভুল ত্রুটি কম করার। এই tuneটি আগে যদি publish হয়ে থাকে তাহলে আমি দুঃখিত। প্রথমে আপনার pcতে যেকোনো একটি drive-এ একটি folder তৈরি করুন। ওই folder টির ভিতরে “locker” নামের একটি text document তৈরি করুন। তারপর “locker” নামক “text document” টির ভিতর নিম্ন লিখিত code টি Copy-paste করুন। cls @ECHO OFF title Folder Private if EXIST “HTG Locker” goto UNLOCK if NOT EXIST Private goto MDLOCKER :CONFIRM echo Are you sure you want to lock the folder(Y/N) set/p “cho=>” if %cho%==Y goto LOCK if %cho%==y goto LOCK if %cho%==n goto END if %cho%==N goto END echo Invalid choice. goto CONFIRM :LOCK ren Private “HTG Locker” attrib +h +s “HTG Locker” echo Folder locked goto End :UNLOCK echo Enter password to unlock folder set/p “pass=>” if NOT %pass%== PASSWORD_GOES_HERE goto FAIL attrib -h -s “HTG Locker” ren “HTG Locker” Private echo Folder Unlocked successfully goto End :FAIL echo Invalid password goto end :MDLOCKER md Private echo Private created successfully goto End :End উপরে খেয়াল করলে দেখতে পাবেন “PASSWORD_GOES_HERE” একটি লেখা রয়েছে। ওইখানে আপনার মন মতো PASSWORD টি দিয়ে দিন। এরপর “locker” নামক “text document” টির “extension name” মানে “.txt” কেটে দিয়ে “.bat” লিখে দিন। ব্যাস আপনার কাজ হয়ে গেলো। এইবার “locker.bat” ফাইলটি “double click” করুন। দেখবেন ওইখানে “Private” নামক একটি ফোল্ডার তৈরি হয়েছে। এই ফোল্ডার টি তে আপনার গোপন ফাইল রেখে দিন। তারপর “locker.bat” পুনরায় “double click” করুন। দেখবেন একটি নতুন স্ক্রীন-এ আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি কি ফোল্ডার টি লক করতে চান? “y” ক্লিক করুন দেখবেন আপনার ফোল্ডার টি লক হয়ে vanish হয়ে যাবে। পুনরায় আপনার private ফোল্ডার টি পেতে হলে “locker.bat” ফাইলটি “double click” করুন। দেখবেন আপনার কাছে password চাওয়া হবে। password টি দিয়ে দিন ফোল্ডার টি পুনরায় আপনি দেখতে পারবেন। এইবার যত খুশি ফোল্ডার লক করুন কোন ধরনের software ছারাই…!!!

মন্তব্য দিন